রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

এবার তাহসান-মিমের ‘হ্যালো বেবি’


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ ডিসেম্বর, ২০২০ ৪:৫০ : অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান খানের সঙ্গে একাধিকবার জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এবার ‘হ্যালো বেবি’ নামে একক একটি নাটকে অভিনয় করলেন এই জুটি। তাদের সঙ্গে রয়েছেন ‘কাবিলা’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।

তাহসান খান ও বিদ্যা সিনহা মিমের অভিনয় দর্শকরা বেশ পছন্দ করেন। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।

কাজল আরেফিন অমি পরিচালিত এ নাটকের দৃশ্যধারণের কাজ সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে সম্পন্ন হয়েছে। আগামী ২০২১ সালের শুরুতে নাটকটি প্রচার হবে। ১ জানুয়ারি ক্লাব এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এ নাটক।

এরইমধ্যে নাটকটির এক স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন মিম। এতে বর-বধূর বেশে দেখা গেছে মিম ও তাহসানকে।

নাটকটি প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘হ্যালো বেবি’ নাটকটি দুটি কাপলের গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। খুব সিরিয়াস গল্পের নাটক না হলেও হাস্যরসের মাধ্যমে এটি ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।

মন্তব্য করুন


আরও খবর