বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আফগানিস্তানের কাবুলে গাড়িবোমা বিস্ফোরণে চিকিৎসকসহ নিহত ৫



রাজনীতি সংবাদ ডেস্ক
প্রকাশের সময় : ২২ ডিসেম্বর ২০২০, ৯:০৫ অপরাহ্ণ

আবারও রক্তাক্ত আফগানিস্তানের রাজধানী কাবুল। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দেশটিতে গাড়িবোমা বিস্ফোরণে চার চিকিৎসকসহ কমপক্ষে ৫ নিহত হয়েছেন। গাড়িতে ম্যাগনেটিক বোমা সংযুক্ত করা হয়েছিল। নিহত চিকিৎসকরা পুল-ই-চরখি কারাগারে যাওয়ার পথে শক্তিশালী বিস্ফোরণে নিহত হন।

এই হামলার দায়ভারও স্বীকার করেনি কোনো গোষ্ঠী। বর্তমানে কাবুলের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।

কাবুলের গভর্নর ফারামার্জ জানান, ওই ঘটনায় চার চিকিৎসক ছাড়া নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। বোমা হামলায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বোমা হামলা যেন নিয়মিত ঘটনা। প্রতিদিনই মরছে বহু মানুষ।
আগের দিনও রাজধানী কাবুলে গাড়ি বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। আফগানিস্তান যখন দীর্ঘ ১৯ বছরের যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে তখনই ধারাবাহিক বোমা হামলা হচ্ছে দেশজুড়ে। এ বিষয়ে আফগান সরকার এবং সশস্ত্র গোষ্ঠী তালেবানও মুখ খুলছে না।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর