শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১৪ আশ্বিন, ১৪৩০ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২০ ২:১৭ : অপরাহ্ণ

করোনার সংক্রমণ এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছটির মেয়াদ আরেক দফা বাড়ানো হলো। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বহাল থাকছে এই ছুটি। তবে, কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকছে না। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি মাদ্রাসা ছাড়া) চলমান ছুটি ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর আগে, এই ছুটির মেয়াদ ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। যা আজ আবারও বাড়িয়ে ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত করা হলো। করোনা মহামারির কারণে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমান, জেএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল করেছে সরকার।

মন্তব্য করুন


আরও খবর