শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৩০ ভাদ্র, ১৪৩১ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিনোদন

বলিউডের সবচেয়ে দামি অভিনেতা অক্ষয়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ ডিসেম্বর, ২০২০ ১১:১০ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। দুর্দান্ত অভিনয় দিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে আকাশচুম্বী জনপ্রিয়তা জয় করে নিয়েছেন তিনি। ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মাঝে গেল কয়েক বছর ধরে শীর্ষস্থানে রয়েছেন। এবার ফোর্বসের শীর্ষ ১০০ সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে নাম লিখিয়েছেন অক্ষয়।

সম্প্রতি ফোর্বস প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০০ অভিনেতাদের তালিকায় অক্ষয়ের স্থান ৫২তম। শুধু তাই নয় তালিকাটিতে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন তিনি।

প্রতিবেদনটিতে অক্ষয়ের বার্ষিক আয় দেখানো হয়েছে ৪৮.৫ মিলিয়ন ডলার বা ৩৫৬ কোটি রুপি।

প্রসঙ্গত, করোনার এই মহামারিতেও বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার। যার মধ্যে রয়েছে ‘বচ্চন পান্ডে’ এবং ‘বেল বটম’র মতো সিনেমা। এই দুটি সিনেমার জন্য প্রায় ১৩ মিলিয়ন ডলার পাচ্ছেন অক্ষয়।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমার ‘লক্ষী’। মুক্তির আগে সমালোচনা হলেও মুক্তির পর দর্শকের কাছে বেশ ভালই প্রশংসিত হয়েছে সিনেমাটি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর