সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলা ফেরিঘাট এলাকায় আরবি ‘আল্লাহ’ শব্দ লেখা আলোকজ্জ্বল ও দৃষ্টিনন্দন ‘মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি চত্বর‘টি দৃষ্টি কাড়ছে সবার।
গত মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মোনাজাতের মাধ্যমে এই চত্বরের উদ্বোধন করেন। সুইচ টিপে চত্বরের আল্লাহ শব্দের আলো প্রজ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমপি ।
সন্ধ্যা হলেই চত্বরটিতে জ্বলে উঠে চোখজুড়ানো মোহনীয় আলো। উদ্বোধনের পর থেকেই অনিন্দ্যসুন্দর এই চত্বরটি নজর কাড়ছে এ পথে যাতায়াতকারী, জনসাধারণ এবং পর্যটকদের। ব্যস্ত রাস্তায় গাড়ি থামিয়ে অনেকে সেখানে তুলছেন সেলফি ও ছবি।
মন্তব্য করুন