ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের জন্য মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো সিলিন্ডার আকৃতির আড়াই শ কেজি ওজনের একটি বোমা। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা বোমা হতে পারে।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে মাটি খোঁড়ার সময় শ্রমিকেরা বোমাটির সন্ধান পান।
বিমানবন্দর সূত্র জানায়, টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা ৮-১০ ফুট মাটির নিচে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। বিষয়টি তারা বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায় কর্তৃপক্ষ। তারা ঘটনাস্থলে এসে নিশ্চিত করে এটি বোমা। যা প্রায় আড়াই শ কেজি ওজনের।
বোমাটি তাজা না নিষ্ক্রিয়, তা পরীক্ষা করে দেখতে এটি বিমান বাহিনীর ময়মনসিংহ রসুলপুর ঘাঁটিতে ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী জানান, ধারণা করছি, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা বোমা হতে পারে।