মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ২৬ ভাদ্র, ১৪৩১ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

ভাস্কর্যবিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন কাদের

ধৈর্যের বাঁধ ভাঙতে দেবেন না, বাড়াবাড়ি করলে …


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ ডিসেম্বর, ২০২০ ২:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভাস্কর্যবিরোধীদের সতর্ক বার্তা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ গায়ে পড়ে আক্রমণ করে না, তবে আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে একবিন্দুও পিছপা হয় না। অনেক হয়েছে, এবার থামুন।’

এ প্রসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধৈর্যের বাঁধ ভাঙতে দেবেন না। এখনও দলের কর্মীদের নিয়ন্ত্রণে রেখেছি, আবারও বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না।’

রোববার (৬ ডিসেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননাকে ‘ক্ষমার অযোগ্য অপরাধ’ উল্লেখ করে এ ঘটনায় ‘ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শাস্তি দেয়া হবেই’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশব্যাপী ধর্মীয় বিভেদ তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদেশ ও জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্যের ‘অবমাননা’ দেশের চেতনার মর্মমূলে আঘাত হানা।’

ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার প্রতিকৃতি প্রদর্শন ও সংরক্ষণ সাংবিধানিকভাবেই বিধিবদ্ধ বিষয়। তাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা প্রকারান্তরে সংবিধানেরও অবমাননা। দেশের লাখ লাখ সাধারণ মানুষ ও কর্মী আজ ক্ষুব্ধ। তাদের হৃদয়ের আবেগ অনুধাবন করছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু মানে এদেশের অস্তিত্ব, স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে দেশ এবং সংবিধান, বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা মানে দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অর্ধশতকের স্মৃতি বিজরিত মধু’দার ভাস্কর্যের আংশিক ভাঙচুরেরও তীব্র নিন্দা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘মুসলিম, হিন্দু, খ্রিস্টান সকলের মিলিত রক্তের স্রোতধারায় অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। এ স্বাধীনতা কোনও নির্দিষ্ট বা সম্প্রদায়ের স্বার্থের কাছে জিম্মি হতে দেবো না।’

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর