রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ | ২১ আশ্বিন, ১৪৩১ | ২ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ভাস্কর্য বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকের ডাক কওমি আলেমদের


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২০ ৯:৪৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকের ডাক দিয়েছেন দেশের শীর্ষ কওমি আলেমরা। শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

কওমিপন্থিদের সংগঠন হেফাজতে ইসলামের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ কওমি আলেমরা মতবিনিময় ও প্রস্তাবনাসহ দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন।

দেশের শীর্ষ আলেদের মধ্যে এতে উপস্থিত থাকবেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর), আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, মাওলানা সাজিদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর