শুক্রবার, ২ জুন, ২০২৩ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১২ জিলকদ, ১৪৪৪

মূলপাতা জাতীয়

বিনামূল্যে করোনার ভ্যাকসিন, মাস্ক না পরলে কারাদণ্ড, মন্ত্রিসভায় সিদ্ধান্ত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ নভেম্বর, ২০২০ ৩:১৫ : অপরাহ্ণ

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনাভাইরাসের টিকার তিন কোটি ডোজ কিনবে বাংলাদেশ। করোনাভাইরাসের এ ভ্যাকসিন দেশের নাগরিকদের বিনামূল্যে দেবে সরকার। সেই সাথে মাস্ক না পরলে নাগরিকদের এবার কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

আজ (৩০ নভেম্বর) সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে সভায় অংশ নেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, করোনার টিকা কেনার জন্য ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনকূলে ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার এই টিকা কিনে আনবে এবং বিনামূল্যে তা সরবরাহ করবে।

তিনি জানান, কোভিড-১৯-এর দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় চলতি সপ্তাহ থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করার নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিসভায়। তবে জরিমানার সর্বোচ্চ পরিমাণ নির্দিষ্ট করে বলা হয়নি। এক সপ্তাহ দেখার পর মাস্ক না পরার দায়ে নাগরিকদের কারাদণ্ড দেওয়ার মতো কঠোর অবস্থানে যেতে পারে সরকার।

মন্তব্য করুন


আরও খবর