রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ২৭ নভেম্বর ২০২০, ৮:৫৪ অপরাহ্ণ
ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরকে মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি রাতে নগরীর বন্দর থানায় একটি জিডি করেছেন।
জিডিতে জাকারিয়া দস্তগীর উল্লেখ করেন, আজ (২৭ নভেম্বর) শুক্রবার বিকেল ৪টা ২৬ মিনিটে +৮২৫১৫৪২ নাম্বার হতে এক ব্যক্তি তাকে ফোন করে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি করে প্রাণনাশের হুমকি দেয়। এসময় দস্তগীর ফোনের অপর প্রান্তের ব্যক্তির পরিচয় জানতে চাইলে সে নিজেকে মালাকুল মউত বলে জানায়।
বন্দর থানার ওসি নেজাম উদ্দিন রাজনীতি সংবাদকে বলেন, একটা ইনটারনেট নাম্বার থেকে হুমকি পাওয়ার বিষয়ে থানায় জিডি করেছেন নগর ছাত্রলীগের সধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।
নগর ছাত্রলীগের সধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর রাজনীতি সংবাদকে বলেন, হেফাজত নেতা মামুনুল হককে চট্টগ্রামে প্রতিরোধের ঘোষণা দিয়েছিলাম। ছাত্রলীগের আন্দোলনের কারণে তিনি চট্টগ্রামে আসতে পারেননি। এ কারণে আমাকে হুমকি দেওয়া হয়েছে বলে আমি মনে করছি।