মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ু লণ্ডভণ্ড : ঘূর্ণিঝড় নিভারের আঘাতে মৃত ৩



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ নভেম্বর, ২০২০ ৮:২৫ : অপরাহ্ণ

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় নিভার। ঝড়ের তান্ডবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও তিনজন। এ কথা জানিয়েছেন তামিলনাড়ুর অতিরিক্ত চিফ সেক্রেটারি অতুল্য মিশ্র। তবে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, চেন্নাই এবং পার্শ্ববর্তী এলাকায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিভার এর প্রভাবে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তুমুল বৃষ্টি হয়েছে ভারতের তামিলনাডুতে। প্রদেশটির সবচেয়ে বড় শহর চেন্নাইয়ের বেশ কয়েকটি সড়ক তলিয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় এর ফলে বিভিন্ন এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অসংখ্য গাছ উপড়ে গেছে। পুদুচেরিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগেই উপকূলীয় রাজ্যগুলোর প্রায় দুই লাখ লোককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা হিসেবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী বৃহস্পতিবার ১৩ টি জেলায় সরকারি ছুটি ঘোষণা করেছেন। শনিবার পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে পুদুচেরিতে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অধিকাংশ আবাসিক এলাকায় পানি জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে বাড়িতেই আটকে পড়েছে মানুষজন।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, কাডেলোর, নাগাপাত্তিনামসহ তামিলনাডুর বিভিন্ন উপকূলীয় শহর ও পুদুচেরিতে বৃষ্টিপাত আরও কিছু সময় অব্যাহত থাকবে। এ ছাড়া এলাকাগুলোতে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শক্তি হারিয়ে নিস্তেজ হয়ে পড়েছে নিভার। আপাতত সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী ছয় ঘণ্টায় তা আরও দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। বৃহ্স্পতিবার রাতের মধ্যে তা নিম্নচাপ হয়ে যাবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর