বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৩ আশ্বিন, ১৪৩১ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

আকাশে একসঙ্গে ফুটবল খেলব একদিন, লিখলেন পেলে


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৬ নভেম্বর, ২০২০ ১২:৩৪ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পেলে নাকি ম্যারাডোনা, সর্বকালের সেরা কে? ফুটবল যত দিন থাকবে, তত দিন এই তর্ক চলবে। কিন্তু ‘রাজা’ এবং ‘ঈশ্বর’-এর সম্পর্ক যে এ সবের ঊর্ধ্বে, ম্যারাডোনা-বিয়োগে কাতর হয়েও তা জানাতে ভুললেন না পেলে।

ম্যারাডোনার মৃত্যুর খবর পেয়ে এ দিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রফি হাতে আর্জেন্টিনার কিংবদন্তির একটি ছবি পোস্ট করে পেলে লেখেন, ‘অত্যন্ত বেদনাদায়ক খবর। এক জন প্রিয় বন্ধুকে হারালাম। অনেক কিছু বলার রয়েছে। কিন্তু এই দুঃসময়ে ঈশ্বর ওঁর পরিবারকে শক্তি দিন। আশা করি এক দিন আকাশে ফুটবল খেলব আমরা’।

বুধবার (২৫ নভেম্বর) বুয়েনাস আইরেজে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দিয়েগো ম্যারাডোনা। সেই খবরে এখনও ধাতস্থ হতে পারেনি ফুটবল বিশ্ব। ২০২০ ম্যারাডোনাকেও কেড়ে নিল, এ খবর মানতে পারছেন না ফুটবল অনুরাগীরা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর