রবিবার, ২ এপ্রিল, ২০২৩ | ১৯ চৈত্র, ১৪২৯ | ১০ রমজান, ১৪৪৪

মূলপাতা বিনোদন

২৫ বছর পর একসঙ্গে মাধুরী-সঞ্জয়


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২০ ২:০৮ : অপরাহ্ণ

সঞ্জয় কাপুরের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘রাজা’ ছিল মাধুরী দীক্ষিতের সঙ্গে। নব্বইয়ের দশকের সেই ছবির সাফল্য অভিনেতা সঞ্জয় কাপুরের জীবনে একটি মাইলফলক। পরবর্তী কালে ছবি-টেলিভিশন বা হালে ওটিটিতে কাজ করলেও ওই ছবির মতো সাফল্য তিনি আর পাননি। পঁচিশ বছর পরে নেটফ্লিক্সের একটি সিরিজ়ে তিনি আবার মাধুরীর সঙ্গে কাজ করবেন।

জুটি হিসেবে তাদের দেখা যাবে কি না, তা এখনই ফাঁস করতে চাইছেন না অভিনেতা। শ্রী রাও পরিচালিত এবং করন জোহর প্রযোজিত এই সিরিজ়ের মুখ্য ভূমিকায় মাধুরী, এক সুপারস্টারের চরিত্রে। এই সাসপেন্স-ড্রামায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয়। তার কথায়, ‘২৫ অক্টোবর থেকে নাসিকে শুটিং করছি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমার অংশের শুট শেষ হবে। এই বছরটা সকলের জন্যই মন খারাপের। তবে সেটে ফিরতে পেরে আমি খুশি। সুরক্ষাবিধি মেনে শুট হয়েছে।’

করোনার কারণে মার্চে সিরিজ়ের শুটিং স্থগিত হয়ে যায়। আপাতত সিরিজ়ের নাম ‘অ্যাকট্রেস’। তাদের জুটি আবার পর্দায় ম্যাজিক তৈরি করতে পারে কি না, সেটাই দেখার।

মন্তব্য করুন


আরও খবর