রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ | ২৫ অগ্রহায়ণ, ১৪৩০ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়লেন আজিজুল হাকিম


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ নভেম্বর, ২০২০ ২:৫৩ : অপরাহ্ণ

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আজিজুল হাকিম করোনামুক্ত হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১ টার দিকে আজিজুল হাকিম হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন এই অভিনেতার ছোটভাই সোহেল হাকিম।

সোহেল হাকিম বলেন, হাকিম ভাই এখন পুরোপুরি সুস্থ। তার করোনা রিপোর্ট নেগেটিভ। তবে চিকিৎসক তাকে বাসায় বিশ্রাম, ঠিকমতো খাওয়া-দাওয়া ও ঘুমাতে বলেছেন।

নভেম্বরের শুরুতে আজিজুল হাকিমের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়। ৯ নভেম্বর নমুনা পরীক্ষা করালে তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ধীরে ধীরে অসুস্থতা বাড়তে থাকতে আজিজুল হাকিমের। এরপর গত ১৩ নভেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তির পর আজিজুল হাকিমের শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকে। শুরুতে আইসিইউ, পরে লাইফ সাপোর্টে রাখা হয় কয়েকদিন। এরপর ধীরে ধীরে আজিজুল হাকিম সুস্থ হয়ে উঠেন।

মন্তব্য করুন


আরও খবর