দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এই চিত্রনায়িকা। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন এই অভিনেত্রীকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।
সম্প্রতি এই অভিনেত্রী একটি হ্যালোইন পার্টিতে অংশ নিয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে কারিনার পায়ে দেখা গেছে একজোড়া স্যান্ডেলের, যা নজর এড়াতে পারিনি ভক্তদের।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, কারিনা কাপুরের বোত্তেগা ভেনেতা ব্র্যান্ডের এই স্যান্ডেলের দাম এক হাজার ৪৩০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ২০ হাজার টাকার বেশি (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)। গণমাধ্যমটি আরো জানিয়েছে, কারিনার এমন অনেক দামি ও শৌখিন স্যান্ডেলের সংগ্রহ রয়েছে।
পাঁচ বছর চুটিয়ে প্রেম করে ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা কাপুর। তৈমুর নামে এক পুত্রসন্তান রয়েছে সাইফ ও কারিনার। বর্তমানে তাঁরা হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থান করছেন। কারিনা ও তৈমুর সম্প্রতি উড়াল দিয়েছেন সেখানে, যেখানে ‘ভূত পুলিশ’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন সাইফ।