বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৩ আশ্বিন, ১৪৩১ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিনোদন

বাংলাদেশ সীমান্ত নিয়ে অ্যাঞ্জেলিনা জোলির সিনেমা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২০ ৭:১৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ সীমান্ত নিয়ে সিনেমা তৈরি করছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। স্টারডাস্ট ও টেকডটনেটের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সিনেমাটির নাম আনরিজেনবল বিহেভিয়ার এবং পরিচালনা করছেন জোলি নিজেই। প্রযোজক হিসেবে থাকছেন নামি অভিনেতা টম হার্ডি।

বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি নিয়ে ছবি তুলেছিলেন ব্রিটিশ ওয়ার ফটোগ্রাফার ডন ম্যাককালিন। ১৯৭১ সালে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের কলোরার প্রাদুর্ভাব নিয়ে ছবি তোলেন তিনি।

সেসময়কার কলেরার পরিস্থিতি নিয়েই এ সিনেমার কাহিনী। তবে সিনেমায় বাংলাদেশ প্রসঙ্গ থাকলেও মুলত এ ছবিতে প্রধান চরিত্র ডন ম্যাককালিন নিজেই।

অ্যাঞ্জেলিনা জোলির পরিচালিত শেষ সিনেমা ছিল ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’। এরপর এ সিনেমাটি নির্মাণ করছেন।

১৯৯২ সালে প্রকাশ হওয়া ম্যাককালিনের আত্মজীবনী অবলম্বনে তৈরি হচ্ছে ‘আনরিজেনবল বিহেভিয়ার’। ২০১৭ সালে প্রকাশ হয় বইটি হালনাগাদ সংস্করণ।

ম্যাককালিন তার আত্মজীবনীতে বাংলাদেশ প্রসঙ্গ ছাড়া বার্লিন দেয়ালের পতন থেকে সিরিয়ার গৃহযুদ্ধের ঝুঁকিপূর্ণ এলাকায় এই চিত্রশিকারির অভিযান ওঠে এসেছে।

বলা হয়, প্রাপ্তবয়স্ক জীবনে ঘটা সব বড় ঘটনার সাক্ষী ম্যাককালিন। সেখানে আরও আছে নর্থ লন্ডনের গ্যাং সংস্কৃতি থেকে কঙ্গো, ভিয়েতনাম, কম্বোডিয়াসহ অনেক অঞ্চলের লড়াই ও মানবিক বিপর্যয়ের ঘটনা।

আনরিজেনবল বিহেভিয়ার নিয়ে অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ডন ম্যাককালিনের জীবনে নির্ভীকতা ও মানবিকতার অনন্য সমন্বয় দেখতে পেয়েছেন। যিনি যুদ্ধের সত্য তুলে ধরতে চেয়েছেন সব সময়। ডনের আপসহীন দৃষ্টিতে এসব দেশের চিত্র তুলে ধরতে চান।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর