শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় মুসল্লিদের ঢল



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ নভেম্বর, ২০২০ ৮:৪৬ : অপরাহ্ণ

প্রখ্যাত আলেম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর জানাজায় হাজারো মুসল্লি অংশ নিয়েছে। আজ (২১ নভেম্বর) শনিবার বাদ আসর আড়াইবাড়ী আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন গোলাম সারোয়ার সাঈদীর বড় ছেলে গোলাম সোবহান সাঈদী। জানাজার শুরুতেই পীর গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যুতে মুঠোফোনে সমবেদনা জানান ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক।

জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তসহ সাধারণ মানুষ ছুটে আসে। আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মানুষের সমাগম ঘটে। জানাজায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিশিষ্ট আলেম-ওলামা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জানাজা শেষে আড়াইবাড়ী মাদ্রাসাসংলগ্ন পারিবারিক কবরস্থানে গোলাম সারোয়ার সাঈদীকে দাফন করা হয়।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গোলাম সারোয়ার সাঈদী আজ (২১ নভেম্বর) শনিবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

জনপ্রিয় ধর্মীয় বক্তা গোলাম সারোয়ারের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর