রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলো নিস্ক্রিয়করণে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট, উত্তরা পশ্চিম থানা পুলিশ ও ডিবির একটি টিম ঘটনাস্থলে কাজ করছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অবিস্ফোরিত ওই বোমাগুলো উদ্ধার করে পুলিশ।
ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম বলেন, ‘বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমার সন্ধান পেয়েছি। বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নির্মাণাধীন এই ভবনে কারা, কী উদ্দেশ্যে বোমা মজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে।’
পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যমতে কামার পাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে।