রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ | ২১ আশ্বিন, ১৪৩১ | ২ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা বিনোদন

শ্রাবন্তীকে কুপ্রস্তাব, খুলনায় যুবক গ্রেফতার


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২০ ৬:৫৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত ফোনে কুপ্রস্তাবসহ নানা ধরনের আপত্তিকর এসএমএস পাঠানোর অভিযোগে  খুলনায় মাহাবুবুর রহমান (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

আটক মাহাবুবুর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া আতিকুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ পাঁচ রিমান্ড আবেদন করলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ভারতীয় চিত্র নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত মুঠোফোনে বিভিন্ন সময়ে কল করতেন মাহাবুবুর রহমান। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে ম্যাসেজ দিতেন মাহাবুব।

শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচারের আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি আমলে নিয়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত ১৬ নভেম্বর মামলা হয়।

শ্রাবন্তীকে আপত্তিকর ম্যাসেজ দেয়ায় দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর