রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৭ নভেম্বর, ২০২০ ৭:২৯ : অপরাহ্ণ
শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বরেণ্য অভিনেতা আজিজুল হাকিমের। লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে তাকে।
রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন এ অভিনেতার লাইফসাপোর্ট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান।
আজিজুল হাকিমের স্ত্রী ও নাট্যকার জিনাত হাকিম জানান, সবার দোয়া ও ভালোবাসায় আজিজুল হাকিম এখন নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসার বিভিন্ন ধাপ অতিক্রমের পথে তিনি।
৬১ বছর বয়সী আজিজুল হাকিমকে হস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে তাকে লাইফসাপোর্টে নেওয়া হয়। গত ৯ নভেম্বর তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
করোনাভাইরাসের পাশাপাশি এ অভিনেতা কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন। সপ্তাহখানেক আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
আজিজুল হাকিমের স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।