শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪ | ৬ পৌষ, ১৪৩১ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

হামলায় আহত যুবলীগ কর্মী মারা গেলেন হাসপাতালে



রাজনীতি সংবাদ প্রতিবেদন
প্রকাশের সময় : ১৪ নভেম্বর ২০২০, ১:৩৮ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদ দামুয়া পুকুর পাড় এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত মারুফ চৌধুরী মিন্টু (২৮) নামে এক যুবলীগ কর্মী হাসপাতালে মারা গেছেন। নগরীর একটি বেসরকারী হাসপাতালে শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মারুফ আগ্রাবাদের দামুয়া পুকুর পাড় এলাকার কামাল চৌধুরীর ছেলে।

বৃহস্পতিবার রাতে হোটেল আগ্রাবাদের সামনে মিন্টুর ওপর হামলা হয় বলে জানিয়েছে পুলিশ।

মিন্টুর বড় ভাই জাহাঙ্গীর আলম চৌধুরী নগরীর পাঠনটুলি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে হোটেল আগ্রাবাদের সামনে আমার ভাই মিন্টুর ওপর হামলা হয়। এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ার কারণে স্থানীয় যুবলীগ নামধারী সন্ত্রাসী মোস্তফা কামাল টিপুর লোকজন এ হামলা চালায়। টিপুর নেতেৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী তাকে কুপিয়ে আহত করে। আজ রাতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ডবলমুরিং থানার ওসি সুদীপ কুমার দাশ বলেন, বৃহস্পতিবার রাতে আগ্রাবাদ এলাকায় মারামারিতে মিন্টু আহত হয়। আজ রাতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো মামলা  হয়নি। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাবো।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর