শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

মোংলা বন্দরের উন্নয়নে বিএনপি কোনো পদক্ষেপ নেয়নি: আব্দুল খালেক


বাগেরহাট প্রতিনিধি প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২০ ১০:৪৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ১৯৯১ সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল তখন মোংলা বন্দরের উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে মোংলা বন্দর ষ্টিভিডরিং ওয়াচম্যান ওয়েলফেয়ার সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল খালেক বলেন, বিএনপি সরকারেরর আমলে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু তখনকার কর্মকান্ডগুলো বিচার করলেই বোঝা যায় মোংলা বন্দরের উন্নয়নে তারা কতটা কাজ করেছে। এমন কী বন্দরের অবকাঠামো উন্নয়নে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মোংলা প্রেস ক্লাবের সভাপতি হুসাইন মোহাম্মদ দুলাল, সমাজ সেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন, পৌর যুবলীগের সভাপতি এস এম কবির, সাধারন সম্পাদক শেখ আল মামুন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান তালুকদার, মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সাধারন সম্পাদক মো. ওমর ফারুক সেন্টু, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি পারভেজ খান, সাধারন সম্পাদক শাহরুখ বাপ্পী প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর