মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

মহানগর থেকে স্থান পাননি কেউ

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে ঠাঁই পেলেন ৬ জন


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২০ ৭:১১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে ঠাঁই পেয়েছেন ছয়জন। ছয়জনের মধ্যে চারজনের বাড়ি চট্টগ্রাম দক্ষিণ জেলায় ও দুই জনের বাড়ি উত্তর জেলায়। মহানগর থেকে কেউ স্থান পাননি।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ২০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম থেকে স্থান পাওয়া ছয়জন হলেন- যুগ্ম সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক সম্পাদক আবু মনির মো. শহীদুল হক রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, সহ সম্পাদক নাছির উদ্দিন মিন্টু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী এবং নির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ এলিট ।

বদিউল আলম বদি পটিয়া, শহীদুল হক রাসেল আনোয়ারা এবং মহিউদ্দিন ও নাছির উদ্দিন মিন্টুর বাড়ি হলো সাতকানিয়ায়। আর আদিত্য নন্দির বাড়ি হলো হাটহাজারীতে। তাদের বাড়ি চট্টগ্রামে হলেও তারা কেন্দ্রীয় রাজনীতি করেন।নির্বাহী সদস্য পদে স্থান পাওয়া নিয়াজ মোর্শেদ এলিটের বাড়ি মিরসরাইতে।

দলীয় সূত্রের খবর, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু কেন্দ্রে একটি তালিকা জমা দিলেও সেখান থেকে কেন্দ্রীয় কমিটিতে কারো স্থান হয়নি।

 

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর