সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ | ১৯ কার্তিক, ১৪৩১ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা নির্বাচন

সিরাজগঞ্জ-১ উপনির্বাচনে নাসিমপুত্রের জয়


প্রকাশের সময় :১২ নভেম্বর, ২০২০ ১০:৩২ : অপরাহ্ণ

রাজনীতি সংবাদ প্রতিবেদন

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ১৭১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে পৌনে দুই লাখ ভোট পেয়ে প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৮৮টি ভোট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই আসনে ১৭১টি কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে নেতাকর্মীদের মারধর, এজেন্টদের বের করে দেওয়া, নির্বাচনি এলাকায় ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন প্রত্যাখান করে পুনর্র্নিবাচন দাবি করেছেন বিএনপি প্রার্থী মো. সেলিম রেজা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে এ দাবি করেন বিএনপি প্রার্থী।

মন্তব্য করুন


আরও খবর