মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ | ২০ অগ্রহায়ণ, ১৪৩০ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

পাত্র খুঁজছেন সিমলা!


প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২০ ৬:৫৩ : অপরাহ্ণ

রাজনীতি সংবাদ ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা বিয়ের জন্য পাত্র খুঁজছেন।

একাকী জীবন প্রসঙ্গে গণমাধ্যমকে সিমলা বলেন, বিয়ে তো করতেই চাই। কিন্তু আমার মন বোঝে, এমন পাত্র তো পেতে হবে। দেখি, পরিবার থেকে পাত্র খোঁজা চলছে। কী হয় দেখার অপেক্ষায় আছি। মনের মতো হলে বিয়েটা সেরে ফেলব।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে চলচ্চিত্রে অভিনয়ের শুরু। প্রথম সিনেমা দিয়েই দর্শক মাতিয়েছিলেন। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু তারপর সে সাফল্যের খুব একটা ধারাবাহিকতা দেখা যায়নি।

অনিয়মিত কাজ করে গেছেন সবসময়। আর পুরোপুরি সিনেমার বাইরে আছেন তিনি সেও প্রায় বছর পাঁচেক হয়। সর্বশেষ কাজ করেছিলেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামের একটি সিনেমায়।

মন্তব্য করুন


আরও খবর