মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ | ২৬ ভাদ্র, ১৪৩১ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আইএসের হামলায় বাগদাদে ১১ জন নিহত


প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২০ ১১:২৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজনীতি সংবাদ ডেস্ক
ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে রাষ্ট্র সমর্থিত উপজাতি বাহিনীর ওপর ইসলামিক স্টেট (আইএস)-এর হামলায় ১১ জন নিহত হয়েছে।

নিরাপত্তা ও মেডিকেল সূত্র এ খবর জানিয়েছে, বাগদাদ বিমানবন্দরের কাছে আল-রাদওয়ানিয়াহ সেনা ইউনিটে উপজাতি হাশেদ বাহিনীর ওপর রোববার আইএস বাহিনী গ্রেনেড হামলা চালায়।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আইএস মনিটরিং টাওয়ারে হামলা চালায়। এতে হাশেদ গ্রুপের পাঁচজন এবং ছয়জন স্থানীয় লোক প্রাণ হারায়। মেডিকেল সূত্র জানিয়েছে, আহত আরো আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আইএসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করা হয়নি।

তিন বছর ধরে মার্কিন নেতৃত্বাধীন জোটের অভিযানের পর ২০১৭ সালের শেষে ইরাক আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।কিন্তু রাষ্ট্রীয় স্থাপনা ও নিরাপত্তা বাহিনী লক্ষ্য করে আইএস প্রায়ই হামলা চালিয়ে আসছে। তবে রাজধানীর খুব কাছাকাছি হামলা চালানোর ঘটনা ব্যতিক্রম।

খবর: বাসস

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর