বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রাজশাহীতে শীতের আমেজ




প্রকাশের সময় : ৯ নভেম্বর ২০২০, ৯:০৬ অপরাহ্ণ

বাংলা পঞ্জিকার পাতায় এখনও হেমন্তকাল। সেই হিসেব অনুযায়ী প্রকৃতিতে বিরাজ করছে হেমন্তের মাস কার্তিক। আসবে অগ্রহায়ণ। তারপর বিদায় নেবে হেমন্ত।

হেমন্তের বিদায়ের পরেই প্রকৃতিতে নেমে আসবে শীতকাল। কিন্তু এখনই প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ।

পৌষ ও মাঘ আসতে এখনও কিছুটা দেরি থাকলেও প্রকৃতিতে বেজে উঠেছে শীতের আগমনী বার্তা। শীতের আগমনী বার্তা ইতিমধ্যেই টের পেয়েছে রাজশাহীবাসী। রাজশাহী মহানগরীসহ আশেপাশের সব এলাকাতেই পাওয়া যাচ্ছে শীতের আমেজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ।

রাজশাহীতে এখন সারাদিন তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকছে। তবে বিকাল গড়ালেই কমছে তাপমাত্রা। সারারাতই তাপমাত্রা কম থাকছে। ভোরে অনুভূত হচ্ছে বেশ শীত। তাই কাঁথা সরিয়ে কম্বল গায়ে জড়াচ্ছেন কেউ কেউ। ভোরে ঘুম থেকে উঠে দেখা যাচ্ছে হালকা কুয়াশা। ঘাসের উপর দেখা যাচ্ছে শিশিরবিন্দু।

শীতের প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন শ্রমজীবি মানুষের উপরও। নগরীর রিক্সাচালক সেলিম হোসেন সন্ধ্যার পরে গায়ে চাদর দিয়ে এখন রিকশা চালাচ্ছেন। তিনি জানান, গত এক সপ্তাহ ধরেই সকাল আর সন্ধ্যায় চাদর গায়ে দিয়ে রিকশা চালাই। এই সময় বেশ ভাল শীত লাগে। চাদর গায়ে না দিয়ে রিকশা চালাতে অসুবিধা হয়।

এদিকে শীতের এই আগমনে নগরীর মোড়ে মোড়ে ধুম পড়েছে ভাপা পিঠা বিক্রির। শীতকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে খেজুর রস সংগ্রহকারীদের। গাছিরা ব্যস্ত সময় পার করছেন খেজুর গাছ প্রস্তুত করার জন্য। এদিকে নগরীতে গরম কাপড় কেনার চাহিদা বাড়ছে। তাই ফুটপাতেই ইতিমধ্যেই অনেকে গরম কাপড়ের পসরা সাজাতে শুরু করেছেন। সেখান থেকে অনেকেই এখন কেনাকাটাও শুরু করেছেন।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে ইতোমধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসেও নেমেছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দুপুরে তাপমাত্রা বেশি থাকলেও সকাল-সন্ধ্যা তাপমাত্রা অনেক কমে যাচ্ছে। তখন অনুভূত হচ্ছে শীত।

চিকিৎসকেরা বলছেন, এই রকম তাপমাত্রার কারণে এখন নানা রকমের রোগবালাইয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই হেমন্তের শীতকে অবহেলা না করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসরা।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক প্রবীর মোহন বসাক বলেন, এখন হালকা হালকা শীত পড়ছে। এই শীতকে অবহেলা করা যাবে না। শিশু এবং বয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই তাদের দিকে বেশি যত্নশীল হতে হবে। এছাড়া করোনাভাইরাসেরও প্রকোপ এই শীতে আরও বাড়তে পারে। তাই সবাইকেই সচেতন থাকতে হবে। এখন বেশি বেশি সবজি এবং ফলমূল খেতে হবে। যদি ঠান্ডা কিংবা জ্বরসহ কোন ধরনের অসুস্থতা দেখা দেয় তাহলে দেরি না করে তাড়াতড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সূত্র: সোনালী সংবাদ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর