প্রকাশের সময় :১৩ জুন, ২০২২ ১০:০৩ : অপরাহ্ণ
স্বপ্নের দ্বারপ্রান্তে দক্ষিণাঞ্চলের মানুষ। আর মাত্র ১১ দিন পরই খুলছে স্বপ্নের দুয়ার। সেতু চালু হলে উত্তাল পদ্মা পাড়ি দিতে আর ভোগান্তি পোহাতে হবে না।
বহুরূপী পদ্মার ওপর দিয়ে সাঁই সাঁই করে ছুটবে গাড়ি।
এমন স্বপ্নে যখন দক্ষিণাঞ্চলের মানুষ বিভোর, তখন সেতুতে চলছে শেষ মুহূর্তের কাজ।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে আলোয় ঝলমলে করে উঠেছিল পদ্মা সেতু। বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মাওয়া প্রান্তে একসঙ্গে জ্বালিয়ে রাখা হয় ল্যাম্পপোস্টে স্থাপিত ২০৭টি বাতি।
রাতের অন্ধকারে সড়ক বাতির আলোয় আলোকিত হয়ে উঠে ৬.১৫ কিলোমিটার মূল সেতুর প্রায় অর্ধেক অংশ।
মন্তব্য করুন