প্রকাশের সময় :৩ আগস্ট, ২০২১ ১১:৪০ : পূর্বাহ্ণ
চট্টগ্রাম নগরীর দুঃখ জলাবদ্ধতা। সামান্য বৃষ্টিপাত মানেই চট্টগ্রাম শহরে হাঁটুজল। রাস্তাঘাট বন্ধ, সীমাহীন দুর্ভোগ। নগরীর অধিকাংশ এলাকার বাসাবাড়ির নিচতলা প্রতিবছরই নিয়ম করে পানিতে প্লাবিত হয়। গত ২৫ বছর ধরেই চট্টগ্রাম নগরবাসীর এই দুঃখ যাচ্ছে না।
আজ (৩ আগস্ট) মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা নিরসনে ২০১৭ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ৫ হাজার ৬১৬ কোটি টাকার একটি মেগা প্রকল্পের অনুমোদন দেয় সরকার। চলতি বছর এই প্রকল্পের সুফল পাওয়ার কথা থাকলেও দৃশ্যমান কোনো সুফল পাচ্ছে না নগরবাসী।
গবেষণার তথ্য অনুযায়ী, চট্টগ্রামে জলাবদ্ধতায় গত এক দশকে ২ হাজার ৫১৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন