শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ফটো গ্যালারি

শীতের মৌসুমেও জেলের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ



প্রকাশের সময় :২৯ জানুয়ারি, ২০২২ ৮:৫১ : পূর্বাহ্ণ

সাধারণত শীতের এই মৌসুমে অলস সময় কাটান জেলেরা। নদীতে তেমন ইলিশ ধরা পড়ে না।

কিন্তু টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলে এ সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে।

কক্সবাজার বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাটে প্রতিদিন ভোর থেকেই জমজমাট হয়ে উঠে ইলিশের বেচাকেনা।

৬শ’ গ্রাম থেকে শুরু করে দুই কেজি ওজনের ইশিলও রয়েছে এখানে। যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২শ’ টাকা পর্যন্ত।

জেলেরা বলছেন, মৌসুম না হলেও উপকূলের দিকে ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।

মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে, প্রতিদিন গড়ে ৩০ মেট্রিকটন মাছ ঘাটে আসছে।

প্রতি ট্রলার থেকে মাছ বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।

জানা গেছে, এখান থেকে ব্যবসায়ীরা ইলিশ কিনে ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন চট্টগ্রাম, ঢাকা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর