প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ
মাত্র একবার জাল নদীতে ফেলামাত্রই উঠেছে ১৭০ মণ ইলিশ। গত ২২ আগস্ট রাতে বঙ্গোপসাগরের মৌডুবি বয়া এলাকায় জাল ফেলেন ইমরান হোসেন। সকালে জালের টান দেখেই হাসিতে আত্মহারা জেলেরা। গোছ করে জাল তুলতেই মণ মণ ইলিশ। আনন্দে আত্মহারা হয়ে যান তারা।
এফবি আল মদিনা নামের ট্রলারের মালিক এনামুল হোসাইনকে ফোনে উত্তেজিত কণ্ঠে ইমরান বলেন, এক খ্যাপে শ’দেড়েক মণ ইলিশ ধরা পড়েছে! এ খবর শুনে উল্লসিত হয়ে পড়েন ট্রলারের মালিক।
২৪ আগস্ট সকালে হাজারো মানুষের ভিড় বরগুনার পাথরঘাটা ঘাটে। ওই এসে ভিড়লো ‘আল মদিনা’! উল্লাসের মধ্যে মালিক এনামুল হোসাইন স্বাগত জানালেন মাঝিদের।
ট্রলার থেকে মাছ নামিয়ে মেপে দেখা যায়, ওজন প্রায় ১৭০ মণ। আনন্দে উচ্ছ্বসিত ট্রলারের মালিক এনামুল হোসাইন এরপর মাঝি ইমরান হোসেনকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন উপহার দেন।
কয়েক ঘণ্টায় সব মাছ বিক্রি করে প্রায় ৫০ লাখ টাকা পেয়েছেন ট্রলারের মালিক।