শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫

আর্জেন্টিনায় মেসিদের রাজসিক সংবর্ধনা


প্রকাশের সময় :২০ ডিসেম্বর, ২০২২ ৩:০৩ : অপরাহ্ণ
মেসিদের বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

আর্জেন্টিনায় ভোর হতে তখনও অনেক বাকি। হলে কি হবে! লিওনেল মেসিরা বিশ্বজয় করে ফিরছেন। দেশটির মানুষ কি আর ঘুমাতে পারে?

না, আর্জেন্টিনার মানুষ ঘুমাননি। গভীর রাতে চ্যাম্পিয়ন ফুটবলাররা ফিরতেই তাই রাজসিক সংবর্ধনা পেলো দেশের মানুষের কাছ থেকে।

কাতারে বিশ্বকাপ মিশন শেষে নিজ দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। স্থানীয় সময় সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২.২০ মিনিটে রাজধানী বুয়েন্স আয়ার্সে পৌঁছায় মেসির দল।

বিমানবন্দর থেকে ফুটবলারদের নেওয়া হয় ছাদখোলা বাসে।

মেসিদের বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের রাস্তায় লাখো মানুষের ঢল নামে। তারা উল্লাসে মেতে উঠেন।

রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা। লিওনেল মেসি পেলেন তার অধরা বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ প্রতিক্ষার পর যাদের জন্য গোটা দেশ ভাসছে আনন্দে।

বিশ্বকাপজয়ী দলের দেশে ফেরা উপলক্ষ্যে মঙ্গলবার রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।

সবশেষ ১৯৮৬ সালে মেক্সিকোর মাটিতে বিশ্বকাপের ট্রফি উচিয়ে ধরেছিলেন ম্যারাডোনা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর