বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ | ১৮ জ্যৈষ্ঠ, ১৪৩০ | ১১ জিলকদ, ১৪৪৪

রাজশাহীতে আম পাড়ার উৎসব


প্রকাশের সময় :৪ মে, ২০২৩ ৯:২৯ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত

উৎসবের আমেজে রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে গুটি আম পাড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। হাতে গোনা দু-একটি বাগানের আম পাড়তে দেখা গেছে। তবে গুটি জাতের আম খুব বেশি সুমিষ্ট নয়।

গুটি জাতের এই আম মণপ্রতি বাজারে সর্বোচ্চ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হবে। ৩০ থেকে ৩৫ টাকা কেজি পড়বে। আর এই আম খুচরা বাজারে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হবে।

জাত আম-খ্যাত রসালো গোপালভোগের জন্য অপেক্ষা করতে হবে আরও ১১ দিন। বেঁধে দেয়া সময় অনুযায়ী আগামী ১৫ মে গাছ থেকে পাড়া শুরু হবে রাজশাহীর সর্বোচ্চ বিক্রিত সুমিষ্ট জাতের এই আম।

এরপর এক এক করে ক্ষীরসাপাত (হিমসাগর), ল্যাংড়াসহ বিভিন্ন নাম ও জাতের আম বাজারে উঠবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে প্রায় ৩৩ লাখ ৬৩ হাজার ৯৮৬টি আমগাছ রয়েছে। এ বছর মোট ২ লাখ ৫৮ হাজার ৪৫০ মেট্রিক টন আম উৎপাদন হবে।

মন্তব্য করুন


আরও খবর