বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ৯ জমাদিউস সানি, ১৪৪৬

মূলপাতা বিএনপি

খালেদা জিয়া ও তারেক রহমানকে রাষ্ট্রপতির আমন্ত্রণ


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আজ বুধবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির পক্ষে দাওয়াতপত্রটি হস্তান্তর করেন তার সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দাওয়াতপত্রটি গ্রহণ করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ বিষয়ে ডা. এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রাত ৮টা দিকে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির সামরিক সচিব এই আমন্ত্রণপত্রটি তার কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান তিনি।

এর আগে, গত ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মাধ্যমে প্রায় ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেদিন খালেদা জিয়াকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান। এর আগে সবশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

আরও পড়ুন:

বিএনপি ক্ষমতায় গেলে কী করবে, জানালেন তারেক রহমান

তারেক রহমানের দেশে ফেরার পথে বাধা যেসব মামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর