রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২৪ ১০:৩৫ : অপরাহ্ণ
আওয়ামী লীগের আমলে শিল্প কারখানায় গ্যাস সংযোগ পেতে বাধ্য হয়ে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।
আজ শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশের শিল্প খাতে জ্বালানি-সংকট সমাধানের পথ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই)।
সেমিনারে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘শিল্প কারখানায় বিনিয়োগের পর গ্যাস পেতে নিজের টাকায় ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হয়েছে। এই পাইপলাইন নির্মাণে শুধু রাস্তা কাটা বাবদ ২০ কোটি টাকা দিয়েছি। এর বাইরে আরও অতিরিক্ত অনেক টাকা দিতে হয়েছে আমাকে।’
সেখ বশির উদ্দিন বলেন, ‘সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর (নসরুল হামিদ) বাসার সামনে বৃষ্টিতে দাঁড়িয়ে ছিলাম যেন আমি কোনো চাকরি চাইতে গিয়েছি। এর কারণ এতো টাকা বিনিয়োগ করেছি কিন্তু গ্যাস সংযোগ পাচ্ছিলাম না। তখন গ্যাস সংযোগ পাওয়া আমার কাছে মনে হত ব্যাংকের নিবন্ধন পাওয়ার মতো।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যা হোক, প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ হয়। মিনিমাম ইজ্জত পাওয়া তো দূরের কথা উল্টো জ্বি স্যার, জ্বি স্যার বলতে হয়েছে। এরপর ওনার সঙ্গে বসে অনেক লেকচার শুনেছি। কিন্তু সেসব কথা নিজের জ্ঞানের সঙ্গে মেলাতে পারিনি। তারপরও চেষ্টা করেছি শুনে যেতে। কারণ কিছুই করার ছিল না।’
সেখ বশির উদ্দিন বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরে কিছু আর্থিক অপরাধী সম্পর্কে জানতে পারছি। এসব জেনে কিছু কিছু মানুষের সিটিস্ক্যান করে তাদের ব্রেইন দেখার ইচ্ছা হচ্ছে আমার। মানুষ কীভাবে এতো ক্রিমিনাল হতে পারে?’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘গ্যাস পেতে নিজের টাকায় ৪০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে হয়েছে। এই পাইপলাইন নির্মাণে শুধু রোড কাটিং বাবদ আমাকে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে।’
সেখ বশির উদ্দিন বলেন, ‘আওয়ামী সরকারের আমলে ব্যবসা-বাণিজ্য ও জ্বালানি খাতে দেশ নৈরাজ্যের চরম সীমায় পৌঁছেছিল। সে সময় ব্যবসায়ীদের কোনো মর্যাদা না থাকলেও পরিস্থিতি এখন বদলেছে।’
ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘অতীতের মতো এখন আর কাউকে চাঁদা কিংবা ঘুষ দিতে হবে না। এখন সুযোগ এসেছে, এ সুযোগ ব্যবহার করুন। সৎ উদ্যোক্তাদের দেশের অর্থনীতির উন্নয়নে অবদান রাখার বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে।’
সেমিনারে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ ছাড়া বিভিন্ন শিল্প খাতের শীর্ষ ব্যবসায়ী নেতা ও প্রতিষ্ঠানের মালিকেরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সংস্কার শেষে নির্বাচন চান ৬৫.৯% শতাংশ মানুষ