শনিবার, ২ নভেম্বর, ২০২৪ | ১৭ কার্তিক, ১৪৩১ | ২৯ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

জাতীয় পার্টির সমাবেশ ঠেকাতে ছাত্র-জনতার গণপ্রতিরোধ কর্মসূচি ঘোষণা


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :১ নভেম্বর, ২০২৪ ৬:২৬ : অপরাহ্ণ

রাজধানীতে জাতীয় পার্টির গণসমাবেশ ঠেকাতে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’। আগামীকাল শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হবে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশের ডাক দিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ ডেকেছে জাতীয় পার্টি। এছাড়াও সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার কথা রয়েছে।

এ কর্মসূচি প্রসঙ্গে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার সংবাদ সম্মেলনে বলা হয়েছে, জাতীয় পার্টির ডাকা শনিবারের সমাবেশ আওয়ামী লীগের রাজনীতিকে পুনরুত্থানের পরিকল্পনার অংশ। এই অপতৎপরতা বন্ধের জন্যই ছাত্র-জনতা জেগে উঠেছে। এরই ধারাবাহিকতায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শনিবার বেলা ১১টায় গণপ্রতিরোধ কর্মসূচি পালন করবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা।

 

বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করা এবং সেই সরকারের অংশীদার হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে চলমান রাষ্ট্র সংস্কার সংলাপে জাতীয় পার্টিকে ডাকছে না অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

এমন পরিস্থিতিতে ২ নভেম্বর ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে গণসমাবেশের ডাক দেয় জাতীয় পার্টি। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাতীয় পার্টির দলীয় কার্যালয় অভিমুখে যাত্রা করে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে ছাত্র-জনতা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে যান তারা। মিছিলটি জাতীয় পার্টি অফিসের সামনে এলে দলটির নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তারা। এ সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ছাত্র-জনতা জাতীয় পার্টির নেতাকর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এরপর আন্দোলনকারী ছাত্র-জনতা জাতীয় পার্টির অফিসে আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে এবং এরশাদের ছবিসহ লোগো খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলে।

আরও পড়ুন: 

জীবন দিয়ে হলেও জাতীয় পার্টি কাল সমাবেশ করবে: জি এম কাদের

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিলো ছাত্র-জনতা

মন্তব্য করুন


আরও খবর