শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা প্রেস রিলিজ

চট্টগ্রাম চেম্বারের ‘অবৈধ’ কমিটি বাতিলের দাবি ব্যবসায়ীদের


আজ সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৫ আগস্ট, ২০২৪ ৬:১৫ : অপরাহ্ণ

বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ‘অবৈধ’ কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। কমিটি বাতিল করে চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ নিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন তারা।

আজ রোববার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

‘চট্টগ্রাম চেম্বার অব কমার্সের স্বৈরশাসন, পরিবারতন্ত্র এবং জবরদখলকারী অবৈধ কমিটি বাতিলের দাবিতে’ বঞ্চিত ব্যবসায়ী ফোরাম নামের একটি সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহ্বায়ক এস এম সাইফুল আলম বলেন, গত ১৬ বছর ধরে এম এ লতিফ ও মাহবুবুল আলম সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম চেম্বারকে জবরদখল করে রেখেছে। এটাকে তারা তাদের পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। যে কারণে চট্টগ্রাম চেম্বারকে অনেকে লতিফ-মাহবুবের চেম্বার বলে থাকেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চেম্বারে গত ৯ বছর ধরে এখানে কোনো ভোট হয়নি। লতিফ-মাহবুবের পছন্দের লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এখানে ব্যবসায়ীদের কোনো প্রতিনিধিত্ব নেই। গত ১৬ বছর ধরে প্রকৃত ব্যবসায়ীদের চেম্বারের সদস্যপদ দেওয়া হয়নি। তারা স্বেচ্ছাচারিতার মাধ্যমে স্বৈরতন্ত্র কায়েম করেছেন।

সাইফুল আলম বলেন, চট্টগ্রাম চেম্বার লতিফ-মাহবুবের পৈতৃক সম্পত্তি নয়। এটা চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন। পরিবারতন্ত্র ও স্বৈতন্ত্রের কবল থেকে এ চেম্বারকে রক্ষা করতে এবং প্রকৃত ব্যবসায়ীদের অধিকার রক্ষায় আমরা আন্দোলনে নেমেছি। দুই স্বৈরাচার ব্যবসায়ীর কবল থেকে চট্টগ্রাম চেম্বারকে আমরা যে কোনো প্রকারে উৎখাত করবো।

 

এর আগে গত ১৮ আগস্ট চট্টগ্রাম চেম্বারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন ব্যবসায়ীদের আরেকটি অংশ। ‘চট্টগ্রামের সকল ব্যবসায়ী সমাজ’ ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ থেকে চট্টগ্রাম চেম্বারের সভাপতিসহ সকল পরিচালকদের অবলিম্বে পদত্যাগের দাবি জানানো হয়।

আরও পড়ুন:

চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের কর ফাঁকি!

‘চাপে’ পড়ে ২ কোটি ১৫ লাখ টাকা ট্যাক্স দিলো চট্টগ্রাম চেম্বার

চট্টগ্রাম চেম্বারে এমপি লতিফের পরিবারতন্ত্রের জালে সৈয়দ নজরুল

শতবর্ষের ঐতিহ্যবাহী চট্টগ্রাম চেম্বারে কী হচ্ছে?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর