শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

চট্টগ্রামে বৃষ্টির মধ্যে হাজারো ছাত্র-জনতার গণমিছিল (ভিডিও)


চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা মোড়ে বিক্ষোভে অংশ নেওয়া লোকজনের একাংশ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :২ আগস্ট, ২০২৪ ৪:০৭ : অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ।

আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে ছাত্র-জনতার এই গণমিছিল শুরু হয়। মিছিলটি লালদীঘি-নিউমার্কেট-টাইগারপাস-লালখান বাজার-ওয়াসা মোড়-জিইসি-মুরাদপুর হয়ে বহদ্দারহাটে গিয়ে শেষ হয়। পথিমধ্যে নিউমার্কেট মোড় ও টাইগারপাসে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় আন্দোলনকারীরা সড়কের ওপর অবস্থান নিয়ে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনী কেন বাইরে’, ‘শত শহীদের রক্ত বৃথা যেতে দেবো না’সহ নানা ধরনের স্লোগান দেন।

নিউমার্কেট মোড়ে ১০ থেকে ১৫ মিনিট অবস্থান করেন আন্দোলনকারীরা। এ সময় ব্যস্ততম নিউমার্কেট মোড় অবরুদ্ধ হয়ে যায়। পরে সেখান থেকে আন্দোলনকারীরা বিশাল মিছিল নিয়ে টাইগারপাস মোড়ে যান। সেখানে সড়কের ওপর অবস্থান নিয়ে তারা নানা স্লোগান দিতে থাকেন।

চট্টগ্রামে বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে এলেন লাখো মানুষ (ভিডিও)

পরে টাইগারপাস থেকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে লালখান বাজার-ওয়াসা মোড়ের দিকে যান। ওই সময় ওয়াসা মোড়ে পুলিশের একটি সাঁজোয়া যান ও কিছু পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন মিছিলে থাকা শিক্ষার্থীরা ধাওয়া দিলে সাঁজোয়া যানটি কিছুটা দূরে সরিয়ে নেওয়া হয়। তখন সেখান থেকে পুলিশ সদস্যরা সরে যান।

এরই ফাঁকে ওয়াসা মোড়ে থাকা ট্রাফিক পুলিশ বাক্সে ভাঙচুর চালানো হয়। এতে বাক্সটির সামনে কাচগুলো ভেঙে যায়। পাশাপাশি ওয়াসা মোড়ের পশ্চিমে বাগমনিরাম এলাকায় স্থানীয় আওয়ামী লীগের একটি মিছিল দেখে ক্ষুব্ধ হয়ে যান আন্দোলনকারীরা। তারা ধাওয়া দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরে যান।

আন্দোলনকারীরা ওয়াসা মোড় অতিক্রম করার সময় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) প্রধান ফটকের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন। এ সময় তারা সেখানে ঢোকার চেষ্টা করলে কয়েকজন পুলিশ সদস্য ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের সরিয়ে দেন। এ সময় সিএমপি কার্যালয়-সংলগ্ন পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের নামফলক ভেঙে ফেলে দেওয়া হয়।

১০ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে বিকেল পাঁচটার দিকে নগরীর বহদ্দারহাটে গিয়ে শেষ হয় হাজারো ছাত্র-জনতার এই গণমিছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছি। ভাঙচুরের ঘটনায় আন্দোলনকারীদের কেউ জড়িত নন। দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে। প্রথম থেকেই যারা আমাদের আন্দোলনে বাধা দিয়েছে, প্রতিহত করতে চেয়েছে, তারাই আমাদের মধ্যে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে।’

 

আরও পড়ুন: বায়তুল মোকাররম থেকে গণমিছিল, সায়েন্স ল্যাব মোড় অবরোধ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর