শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪ | ২ কার্তিক, ১৪৩১ | ১৪ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

কারফিউ জারি না করলে শ্রীলংকা স্টাইলে গণভবন দখলের প্ল্যান ছিল: কাদের


রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা প্রকাশের সময় :২৮ জুলাই, ২০২৪ ৪:২৪ : অপরাহ্ণ
ওবায়দুল কাদের। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতিতে কারফিউ জারির প্রেক্ষাপট বর্ণনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণঅভ্যুত্থান ঘটিয়ে ১৯ জুলাই রাতে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি গণভবন দখলের ষড়যন্ত্র হয়েছিল। যদি কারফিউ জারি না হতো এমন প্ল্যান তাদের ছিল।’

আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনাদের (বিএনপি) নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক (তারেক রহমান)…গণ–অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলংকা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল। যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল। শ্রীলংকা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি গণভবন আক্রমণ করা, অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করতো। এটাই তো তাদের পরিকল্পনা।’

 

সেনাবাহিনী কোথাও গুলি করেনি বলে দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারফিউ দেওয়ার সিদ্ধান্ত দিলেন, সেনাবাহিনী নামলো। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেনাবাহিনী কোথাও একটা গুলিও ছুড়েনি। অথচ অপবাদ দেওয়া হচ্ছে—আমরা যেন হাজার হাজার মানুষ মেরে ফেলেছি। আজকে আমাদের মেরে ফেলা… গতকাল (শনিবার) তালিকায় দেখেছি, আমাদের ১২জন কর্মী…।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন স্বাধীনতাবিরোধী, দেশবিরোধী, উন্নয়নবিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে। তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে-এটাই স্বাভাবিক। মাথা যেদিকে যাবে, লেজও সেদিকে যাবে। এতে নতুনত্ব কিছু নেই। তবে তাদের ঐক্য অগ্নিসন্ত্রাসের ঐক্য। দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য।’

আরও পড়ুন: বাংলাদেশে দমন-নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান

চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন। যেখানে ওয়ান ইলিভেনের কুশীলব ড. ইউনূসও যোগ দিয়েছেন। কারও প্ররোচনায় বিবৃতি না দিয়ে আপনারা বাংলাদেশে এসে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়, বিআরটি’র ধ্বংসলীলা দেখুন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত, আক্রমণকারী নই। এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে। আক্রমণকারী আমরা নই।’

ড. ইউনূস আবারও সক্রিয় হয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ড. ইউনূস সরকারবিরোধী হিসেবে মাঠে নেমেছেন। আগে গোপনে করেছেন, এবার তিনি প্রকাশ্যে এসেছেন। তিনি নতুন নির্বাচন চান।’

আরও পড়ুন: সংকট সমাধানে নতুন নির্বাচন দাবি ড. ইউনূসের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর