শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ধর্ম

পবিত্র আশুরা আজ


ইরাকের কারবালায় অবস্থিত হযরত ইমাম হোসাইন (রা.) এর মাজার।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২৪ ৮:৪৫ : পূর্বাহ্ণ

আজ বুধবার ১০ মহররম, পবিত্র আশুরা। ‘আশুরা’ আরবি শব্দ। এর অর্থ দশ। শরিয়তের পরিভাষায় মহররমের দশম দিবসকে ‘আশুরা’ বলে অভিহিত করা হয়। কারবালা প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.) এর শাহাদতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা।

রোজাসহ বিভিন্ন নফল ইবাদতের মধ্য দিয়ে মুসলিমরা দিনটি পালন করে থাকেন।

পবিত্র কোরআন মাজিদ ও হাদিস শরিফে মহররম মাসের অত্যন্ত ফজিলত বর্ণনা করা হয়েছে। কোরআনের ভাষায় এটি ‘আরবাআতুন হুরুম’-অর্থাৎ চার সম্মানিত মাসের অন্যতম। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত এক হাদিসে নবী কারিম (সা.) বলেছেন, ‘রমজানের পর আল্লাহর মাস মুহাররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ।’

কারবালার ‘শোকাবহ এবং হৃদয়বিদারক ঘটনাবহুল’ এই দিনটিকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে মুসলিম বিশ্বে গুরুত্বের সঙ্গে পালন করা হয়।

আরবি ৬১ হিজরি ১০ মহররম কারবালায় ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী হযরত মুহাম্মদ (সা.) এর প্রিয় কন্যা ফাতিমা (রা.) পুত্র ইমাম হুসাইন (রা.) কে হত্যা করে।

 

তবে আশুরার আরও গুরুত্ব রয়েছে। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখে তথা আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। ফলে আশুরার মর্যাদা ও মাহাত্ম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে।

ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হচ্ছে আজ।

পবিত্র আশুরা আজ, এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে অধিকাংশ মসজিদে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালিত হবে। বিহারী সম্প্রদায়ের লোকেরা বিশেষভাবে আশুরা পালন করবেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর