শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আবহাওয়া

৮ জেলায় বয়ে যাচ্ছে তাপদাহ, আজ গরম বাড়তে পারে ১-২ ডিগ্রি



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ মে, ২০২৪ ১০:৩৯ : পূর্বাহ্ণ

দেশের আটটি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, পাবনার ঈশ্বরদী, টাঙ্গাইল, রাজশাহী, নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, রাঙ্গামাটি, ফেনী ও যশোরের ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে।

পাবনার ঈশ্বরদী উপজেলায় গতকাল সোমবার সন্ধ্যায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ মঙ্গলবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, কিছু কিছু জায়গায় তাপদাহ বিস্তার লাভ করতে পারে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর