শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অন্যান্য দল

কমিউনিস্ট নেতা হায়দার আকবর খান রনো মারা গেছেন


সিপিবি উপদেষ্টা হায়দার আকবর খান রনো। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ মে, ২০২৪ ৮:১৭ : পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনো আর নেই। প্রবীণ এই বামপন্থী নেতা গতকাল শুক্রবার দিবাগত ২টা ৫ মিনিটে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

জানা যায়, হায়দার আকবর খান রনো তীব্র শ্বাসতন্ত্রীয় অসুখ নিয়ে গত ৬ মে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালটির এইচডিইউতে রেখে বিশেষ পদ্ধতিতে অক্সিজেন দেওয়া হচ্ছিলো।

হায়দার আকবর খান রনো বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের এক প্রবাদ পুরুষ। তার জন্ম ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায়। তার পৈতৃক নিবাস নড়াইলের বরাশুলা গ্রামে।

মাঠে-ময়দানের সংগ্রামী রাজনৈতিক নেতা হায়দার আকবর খান রনো একাধারে একাত্তরের রণাঙ্গনের সৈনিক, তাত্ত্বিক ও লেখক।

১৯৬৯ সালেই তিনি এই দেশের কমিউনিস্ট আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে পরিগণিত হন। ১৯৬৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ছিলেন।

২০১০ সালে রাজনৈতিক মতবিরোধের কারণে তিনি ওয়ার্কার্স পার্টি ত্যাগ করে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। তখন থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি সিপিবির প্রেসিডিয়াম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। এরপর থেকে মৃত্যু পর্যন্ত বর্তমানে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন।

হায়দার আকবর খান রনো ছিলেন স্বাধীন বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা এবং ১৯৯০ সালের গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার। তিনি চারবার কারাবরণ করেছেন।

বামপন্থী রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো ২০২২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর