রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ এপ্রিল, ২০২৪ ৬:১৯ : অপরাহ্ণ
আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ওই দিন আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন সারাদেশে দেশে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে। তবে তা অসহনীয় হবে না। আর বিক্ষিপ্তভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ঈদের দিন আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আজ বুধবার তাপমাত্রা বাড়বে, ঈদের দিনও সেটা অব্যাহত থাকবে। তবে বিক্ষিপ্তভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই।
মন্তব্য করুন