বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

র‍্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের ম্যানেজারকে উদ্ধার


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৪ এপ্রিল, ২০২৪ ৭:৫৪ : অপরাহ্ণ
উদ্ধারের পর র‍্যাবের সঙ্গে সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিন। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

অপহরণের ৪৮ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে র‌্যাবের মধ্যস্থতায় উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাকে বান্দরবান সদরের র‍্যাব কার্যালয়ে নেওয়া হয়েছে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই দিনের অভিযানের পর রুমা বাজারের পাশের এলাকা থেকে সোনালী ব্যাংক রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, অপহৃত নেজাম উদ্দীনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

গত ২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হানা দেয়। এ সময় তারা ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করার পাশাপাশি ম্যানেজারকেও অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন:

বান্দরবানে সোনালী ব্যাংকে কুকি-চিনের হানা, টাকা-অস্ত্র লুট, ম্যানেজার অপহরণ

ব্যাংক কর্মকর্তা অপহরণ: ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে কুকি-চিন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর