রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

ঈদের আগে যেসব ব্যাংকে নতুন টাকা পাওয়া যাবে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ মার্চ, ২০২৪ ১১:১৭ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রোজার ঈদ সামনে রেখে আগামী ৩১ মার্চ থেকে বাজারে নতুন টাকা ছাড়বে বাংলাদেশ ব্যাংক।

সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিন ছাড়া সাধারণ মানুষ ৯ এপ্রিল পর্যন্ত নতুন টাকা বদল করতে পারবেন।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মার্চ থেকে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখার কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মধ্যে নতুন টাকা বিনিময় করা হবে। সাপ্তাহিক ছুটির দিন এবং সরকারি ছুটির দিন ছাড়া সাধারণ মানুষ ৯ এপ্রিল পর্যন্ত নতুন টাকা বদল করতে পারবেন।

এ ছাড়া, ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৮০টি শাখা থেকে বিশেষ ব্যবস্থায় ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন টাকা বিনিময় করা হবে।

একজন ব্যক্তি নতুন নোটের জন্য একাধিকবার টাকা বদল করতে পারবেন না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সাধারণত ঈদের সময়ে দেশে নতুন টাকার ব্যাপক চাহিদা থাকে। কারণ, অনেকেই নতুন টাকা কেনাকাটা করার পাশাপাশি ছোটদের বখশিশ দিতে চান। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে নতুন টাকা ছাড়ে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর