বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

নোঙর তুলে উপকূল থেকে জিম্মি জাহাজকে সরিয়ে নিচ্ছে দস্যুরা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২৪ ৭:০৩ : অপরাহ্ণ
জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহকে সোমালিয়ার উপকূলে নোঙর করার একদিনের মাথায় সেটিকে অন্যত্র সরিয়ে নিচ্ছে দস্যুরা।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জাহাজটির চিফ অফিসার ক্যাপ্টেন মো. আতিক উল্লাহ খান মালিক প্রতিষ্ঠান কেএসআরএম কর্তৃপক্ষের কাছে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তবে জাহাজটিকে কোনদিকে নেওয়া হচ্ছে বা এর বর্তমান অবস্থান জানাতে পারেননি তিনি।

জাহাজের মালিক কেএসআরএম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরেুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গত ১২ মার্চ ভারত মহাসাগরে এমভি আব্দুল্লাহর নিয়ন্ত্রণ নিয়ে জাহাজের ২৩ নাবিককে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। গতকাল বৃহস্পতিবার জাহাজটিকে সোমালিয়ার গারাকাদ বন্দর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করা হয়।

আজ আবার জাহাজটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

জাহাজটির চিফ অফিসার ক্যাপ্টেন আতিক উল্লাহ খান ই-মেইল বার্তায় জানিয়েছেন, জলদস্যুরা এখানো মুক্তিপণ চায়নি।

তিনি আরও জানান, তারা সবাই সুস্থ আছেন। দস্যুরা এখানো তাদের সঙ্গে খারাপ আচরণ করেনি।

এস আর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরেুল করিম জানিয়েছেন, আজ শুক্রবার সকালে জাহাজের নোঙ্গর তুলে ফেলা হয়েছে। জাহাজটি এখন আরও উত্তরদিকে অগ্রসর হচ্ছে। জাহাজ নিয়ে তাদের পছন্দ মত কোনো নিরাপদ অবস্থানে পৌঁছানোর পরই হয়তো দস্যুরা মুক্তিপণ দাবি করতে পারে।

এদিকে ভারতীয় নৌবাহিনী আজ জানিয়েছে, জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ ও একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে।

গতকাল ইউরোপীয় ইউনিয়ন জানায়, এমভি আব্দুল্লাহর ওপর নজর রাখতে ইইউ’র একটি জাহাজ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:

জিম্মি জাহাজ থেকে সর্বশেষ যে বার্তা দিলেন চিফ অফিসার

সোমালি জলদস্যু কারা, কীভাবে তাদের উত্থান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর