শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

পুলিশি বাধায় মহিলা দলের নারী দিবসের র‍্যালি পণ্ড


আজ রাজধানীর নয়াপল্টনে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে মহিলা দলের র‍্যালি। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৮ মার্চ, ২০২৪ ৩:০১ : অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের র‍্যালি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের এই র‍্যালি বের হয়। কিন্তু অনুমতি না থাকার কারণ দেখিয়ে র‍্যালিতে বাধা দেয় পুলিশ।

নারী দিবসে মহিলা দলের র‍্যালি উপলক্ষে আজ সকাল থেকে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিভিন্ন গলিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। রায়ট কার, জলকামানের গাড়িও উপস্থিত ছিলে সেখানে।

র‍্যালিতে পুলিশি বাধার প্রতিবাদ জানিয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আজ নারী দিবস। সেখানে পুলিশ নারীদের শান্তিপূর্ণ মিছিল করতে দিল না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজ আমাদের শান্তিপূর্ণ র‍্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

ডিএমপির মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘যেটা পারমিশন ছিল-ওনারা সমাবেশ করেছেন, বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দিইনি। যতটুকু পারমিশন ছিল সেটা আমরা করতে দিয়েছি।’

র‍্যালি কেন করতে দিলেন না-এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ওনাদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিল, বক্তব্য দিয়েছেন। আজ জুম্মার সময় গাড়ি চলাচল করছে। এই র‍্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে, সে জন্য আমরা সেটা করতে দিইনি। যতটুকু পারমিশন ছিল ততটুকু আমরা করতে দিয়েছি।’

শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশের প্রতিটি ক্ষেত্রে দখল ও সিলেকশনের প্রক্রিয়া চলছে। যা নিয়ে কেউই প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।’

সবক্ষেত্রে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ক্ষমতাসীনদের ছত্রচ্ছায়ায় বাংলাদেশ ধর্ষণের দেশে পরিণত হয়েছে। যেখানে ক্ষমতাসীন দলের লোকেরাই জড়িত। দুর্ভাগ্যজনকভাবে কোনো বিচারের প্রয়োগ নেই।’ নারীবাদীরা এসব বিষয়ে নির্বিকার মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘নাগরিক অধিকার ফিরে না এলে নারীর ক্ষমতায়নের কোনো সুযোগ নেই।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর