রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

ড. ইউনূসের মামলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ


ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১০:৫২ : পূর্বাহ্ণ

নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলাগুলো জাতিসংঘ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, কাজের মাধ্যমে ড. ইউনূস জাতিসংঘের প্রিয় বন্ধু। তার কাজকেই অনুসরণ করে বর্তমানে উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে এই বিশ্বসংস্থাটি।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানিয়েছেন।

ব্রিফিংয়ে বাংলাদেশি বংশোদ্ভুত সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান-৭ জানুয়ারি অনুষ্ঠিত জালিয়াতির নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধীদলের কমপক্ষে ২৫ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তা হেফাজতে মারা গেছেন ১৩ জন। আন্তর্জাতিক চাপের মুখে হাতেগোনা কয়েকজন মাত্র মুক্তি পেয়েছেন। আপনি কি বাকি বন্দিদের মুক্তি দাবি করবেন?

এ প্রশ্নের উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন, ‘শান্তিপূর্ণ মতপ্রকাশের কারণে যাদের আটক করা হয়েছে অব্যাহতভাবে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ।’

দ্বিতীয় প্রশ্নে সাংবাদিক মুশফিক জানতে চান-বাংলাদেশে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি কীভাবে মনিটরিং করছে জাতিসংঘ?

এ প্রশ্নের উত্তরে স্টিফেন ডুজাররিক বলেন, ‘‘বাংলাদেশে আমাদের যে ‘কান্ট্রি টিম’ আছে তারা এই মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’’

আরও পড়ুন: তারা আমাকে জেলে পাঠাতে পারেন: ড. ইউনূস

অন্য একজন মুখপাত্রের কাছে মুশফিক একই বিষয়ে জানতে চান- ক্ষুদ্রঋণের প্রবক্তা এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বর্তমানে বাংলাদেশে কী অবস্থা এ বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের (জেনারেল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট কি অবহিত? দ্য ওয়্যারের এক রিপোর্টে তাকে অপেক্ষমাণ রাজনৈতিক বন্দি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মঙ্গলবার সিএনএনের ক্রিস্টিনা আমানপোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

মুশফিকের এ প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, ‘আপনি প্রফেসর ড. ইউনূসের বিষয়ে কথা বলছেন। প্রফেসর ইউনূসের ইতিহাস এবং তার কাজ সম্পর্কে আমরা সবাই জানি। নিঃসন্দেহে তিনি এই সংগঠনের একজন ভাল বন্ধু। তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় আমরা তার অপেক্ষায় আছি।’

আরও পড়ুন: ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর