রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

সংসদে বিরোধীদলীয় নেতা জি এম কাদের, উপনেতা আনিসুল ইসলাম


সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৮ জানুয়ারি, ২০২৪ ৭:১৬ : অপরাহ্ণ

নানান জল্পনা-কল্পনার পরে অবশেষে দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর উপনেতা হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আজ রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্পিকারের আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদে সরকারি দলের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসঙ্ঘের নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের কার্যপ্রণালী-বিধি’র ২(১) (ট) বিধি অনুযায়ী বিরোধীদলের নেতা। ‘বিরোধীদলের নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২১’ মোতাবেক চট্টগ্রাম-৫ হতে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধীদলের উপনেতা হিসেবে স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

গত ১৮ জানুয়ারি সংসদীয় দলের বৈঠকে বিরোধী দল হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টি। পরে তা স্পিকারের অনুমোদনের জন্য পাঠানো হয়।

সংসদের বিরোধী দলীয় নেতা মন্ত্রীর ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

সবশেষ একাদশ সংসদে জাপার কো-চেয়ারম্যন রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা ও জি এম কাদের রিরোধী দলীয় উপনেতা ছিলেন।

আরও পড়ুন: জাতীয় পার্টি থেকে জি এম কাদের-চুন্নুকে বহিষ্কার

গত ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়েছে। দলগতভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১১টি আসন পায় জাতীয় পার্টি। এছাড়া জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১ টি, কল্যাণ পার্টি ১টি ও স্বতন্ত্ররা ৬২টি আসন পেয়েছে।

নতুন এমপিরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। আগামী ৩০ জানুয়ারি (মঙ্গলবার) দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে বসবেন তারা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর