শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর শপথ নিলেন শেখ হাসিনা


আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১১ জানুয়ারি, ২০২৪ ৭:০৯ : অপরাহ্ণ

প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। পরে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীও শপথ নেন।

এ শপথের মধ্য দিয়ে শেখ হাসিনা পঞ্চম মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে ইতিহাস গড়লেন। এর মধ্য দিয়ে বিশ্বের দীর্ঘ মেয়াদে থাকা সরকার প্রধানদের কাতারে নিজের অবস্থান আরো উঁচুতে নিয়ে গেলেন বঙ্গবন্ধু কন্যা।

আর টানা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলো আওয়ামী লীগ।

এর আগে শপথ নিতে সন্ধ্যায় বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া শপথ অনুষ্ঠানে উপস্থিত আছেন অন্তত ১ হাজার ৪০০ অতিথিসহ বিশিষ্ট ব্যক্তি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র ৬২ এবং ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও কল্যাণ পার্টি একটি করে আসন পায়।

আরও পড়ুন:

মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা

ছিটকে গেলেন অনেক প্রভাবশালী মন্ত্রী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর